রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

- আপডেট সময় : ০২:৩১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৮ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ীর কালুখালীতে মো. আকবর মন্ডল (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) বিকালে উপজেলার মাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার আকবর মন্ডল ওই এলাকার বুদ্ধি মন্ডলের ছেলে। তিনি মাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় আকবর মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে আশিক মাহমুদ মিতুলের কালুখালী এলাকার প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এই পরিচয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করেতেন।