ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

লাড্ডু খাওয়ানোর কথা বলে শিশুকে ডেকে নেন বৃদ্ধ, অতঃপর…

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ০ বার পড়া হয়েছে

অভিযুক্ত বৃদ্ধ

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের ফকিরহাটে সাড়ে তিন বছর বয়সের এক শিশু লাড্ডু খাওয়ানোর কথা বলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক বৃদ্ধ ভিক্ষুকের বিরুদ্ধে। যৌন নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে গতকাল শুক্রবার (১৫ মার্চ) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।

 

গত বুধবার দুপুরে জেলার ফকিরহাট উপজেলার আট্টাকি এলাকায় শিশুটি ধর্ষণের শিকার হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার বাগেরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তার আলকাস তালুকদার (৬৩) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সিংড়াখালী গ্রামের বাসিন্দা। তিনি বেশ কিছুদিন ধরে জেলার ফকিরহাট উপজেলার আট্টাকি এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন। বিভিন্ন এলাকায় ভিক্ষা করে তার জীবন চলে।

 

যৌন নির্যাতনের শিকার শিশু ও তার মা-বাবা অভিযুক্ত আলকাসের পাশেই অন্য ঘরে ভাড়া নিয়ে বসবাস করেন। শিশুটির পরিবার দিনমজুর বলে পুলিশ জানায়।

 

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, পাশাপাশি ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল আলকাস তালুকদার এবং শিশুটির পরিবার। এ কারণে তাদের সাথে সখ্যতা ছিল। শিশুটি ওই বৃদ্ধ ভিক্ষুকে নানা বলে ডাকত।

 

ঘটনার দিন বুধবার দুপুরে আলকাস সাড়ে তিন বছর বয়সী ওই শিশুটিকে লাড্ডু খাওয়ানো কথা বলে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। দিনমজুর শিশুটির পরিবার প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে শিশুটি বেশি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার শিশুটিকে চিকিৎসার জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর বিষয়টি জানতে পেরে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যায়।

ওসি জানান, ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শুক্রবার রাতে আলকাস তালুকদারকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ ওই রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং শনিবার তাকে বাগেরহাট আদালতে পাঠায়।

 

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফাতেমা বিনতে আজাদ সাংবাদিকদের জানান, শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাড্ডু খাওয়ানোর কথা বলে শিশুকে ডেকে নেন বৃদ্ধ, অতঃপর…

আপডেট সময় : ০২:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

বাগেরহাটের ফকিরহাটে সাড়ে তিন বছর বয়সের এক শিশু লাড্ডু খাওয়ানোর কথা বলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক বৃদ্ধ ভিক্ষুকের বিরুদ্ধে। যৌন নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে গতকাল শুক্রবার (১৫ মার্চ) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।

 

গত বুধবার দুপুরে জেলার ফকিরহাট উপজেলার আট্টাকি এলাকায় শিশুটি ধর্ষণের শিকার হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার বাগেরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তার আলকাস তালুকদার (৬৩) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সিংড়াখালী গ্রামের বাসিন্দা। তিনি বেশ কিছুদিন ধরে জেলার ফকিরহাট উপজেলার আট্টাকি এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন। বিভিন্ন এলাকায় ভিক্ষা করে তার জীবন চলে।

 

যৌন নির্যাতনের শিকার শিশু ও তার মা-বাবা অভিযুক্ত আলকাসের পাশেই অন্য ঘরে ভাড়া নিয়ে বসবাস করেন। শিশুটির পরিবার দিনমজুর বলে পুলিশ জানায়।

 

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, পাশাপাশি ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল আলকাস তালুকদার এবং শিশুটির পরিবার। এ কারণে তাদের সাথে সখ্যতা ছিল। শিশুটি ওই বৃদ্ধ ভিক্ষুকে নানা বলে ডাকত।

 

ঘটনার দিন বুধবার দুপুরে আলকাস সাড়ে তিন বছর বয়সী ওই শিশুটিকে লাড্ডু খাওয়ানো কথা বলে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। দিনমজুর শিশুটির পরিবার প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে শিশুটি বেশি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার শিশুটিকে চিকিৎসার জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর বিষয়টি জানতে পেরে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যায়।

ওসি জানান, ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শুক্রবার রাতে আলকাস তালুকদারকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ ওই রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং শনিবার তাকে বাগেরহাট আদালতে পাঠায়।

 

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফাতেমা বিনতে আজাদ সাংবাদিকদের জানান, শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।