ভুরুঙ্গামারীতে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ,পালিয়ে গেলেন কারবারি

- আপডেট সময় : ০৪:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২ হাজারটি ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ বাশজানী গ্রামের আনন্দ বাজার এলাকা থেকে এসব জব্দ করা হয়।
বিজিবি জানায়, শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাশজানী গ্রামের আনন্দ বাজার এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহল দল। বিজিবির অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা মোটরসাইকেল ও ইয়াবা ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ২ হাজারটি ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’