বরিশালে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গণধোলাই,হাসপাতালে মৃত্যু

- আপডেট সময় : ১১:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৭ বার পড়া হয়েছে
বরিশাল নগরে এক শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুজন (২৩)। তিনি শহরের ধান গবেষণা রোডে ভাড়া বাসায় থাকতেন। পেশায় অটোরিকশাচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন সুজনকে পিটিয়ে আহত করে। পরে তারা গুরুতর আহত অবস্থায় তাঁকে থানায় হস্তান্তর করে। পুলিশ তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শুক্রবার ধান গবেষণা রোডের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন সুজন। এ ঘটনায় ওই দিনই শিশুর পরিবার থানায় সুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করে। ঘটনার পর থেকে সুজন আত্মগোপনে ছিলেন। গতকাল সন্ধ্যার দিকে ধান গবেষণা রোডে স্থানীয় লোকজন তাঁকে ধরে বেধড়ক পিটুনি দিয়ে থানায় হস্তান্তর করে।
থানা পুলিশ সুজনকে রাত ৮টার দিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।