ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘বকশিশ’ না দেওয়ায় অবহেলা, নবজাতকের মৃত্যুর অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ১ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের অস্থায়ী কর্মচারীদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল ৩২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ এক কর্মচারীকে (আয়া) চাকরিচ্যুত করেছে। এছাড়া অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

জানা যায়, ওই নবজাতকের বাবা কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা বেলাল উদ্দিন। গত ৮ মার্চ কক্সবাজারের চকরিয়ায় একটি ক্লিনিকে জন্মের পর নিউমোনিয়ায় আক্রান্তের পরদিন নবজাতককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে নবজাতকের মৃত্যু হয়।

 

এ দিকে মারা যাওয়া নবজাতকের বাবা বেলাল উদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে বলেছেন, বকশিশ না দেওয়ায় ওয়ার্ডে দায়িত্বরত আয়া ও ওয়ার্ডবয় তার সন্তানকে সময়মতো অক্সিজেনের পানি সরবরাহে করেননি।

 

তাদের অবহেলার কারণে তার সন্তান মারা যায়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, নবজাতকের মৃত্যুর বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। আমি তাৎক্ষণিকভাবে ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রফেসর ডা. শামীমের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, নবজাতকটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

 

চকরিয়া থেকে যখন হাসপাতালে আনা হয়, তখনই অবস্থা খারাপ ছিল।  তিনি বলেন, নবজাতক মৃত্যুর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আয়াকে বাদ দিয়েছি। তিনি আউসোর্সিং কর্মচারী হিসেবে হাসপাতালে কাজ করতো। নবজাতক বিভাগের প্রধানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘বকশিশ’ না দেওয়ায় অবহেলা, নবজাতকের মৃত্যুর অভিযোগ

আপডেট সময় : ০৪:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের অস্থায়ী কর্মচারীদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল ৩২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ এক কর্মচারীকে (আয়া) চাকরিচ্যুত করেছে। এছাড়া অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

জানা যায়, ওই নবজাতকের বাবা কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা বেলাল উদ্দিন। গত ৮ মার্চ কক্সবাজারের চকরিয়ায় একটি ক্লিনিকে জন্মের পর নিউমোনিয়ায় আক্রান্তের পরদিন নবজাতককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে নবজাতকের মৃত্যু হয়।

 

এ দিকে মারা যাওয়া নবজাতকের বাবা বেলাল উদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে বলেছেন, বকশিশ না দেওয়ায় ওয়ার্ডে দায়িত্বরত আয়া ও ওয়ার্ডবয় তার সন্তানকে সময়মতো অক্সিজেনের পানি সরবরাহে করেননি।

 

তাদের অবহেলার কারণে তার সন্তান মারা যায়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, নবজাতকের মৃত্যুর বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। আমি তাৎক্ষণিকভাবে ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রফেসর ডা. শামীমের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, নবজাতকটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

 

চকরিয়া থেকে যখন হাসপাতালে আনা হয়, তখনই অবস্থা খারাপ ছিল।  তিনি বলেন, নবজাতক মৃত্যুর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আয়াকে বাদ দিয়েছি। তিনি আউসোর্সিং কর্মচারী হিসেবে হাসপাতালে কাজ করতো। নবজাতক বিভাগের প্রধানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।