ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ও গরমের অনুভূতি বেড়েছে। শনিবার (১৫ মার্চ) দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহও বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল রবিবার এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকতে পারে আরো দুই থেকে এক দিন।

 

আবহাওয়াবিদরা বলছেন, আগামী ১৮ বা ১৯ মার্চ থেকে আবার তপমাত্রা কমতে পারে, যা অব্যাহত থাকতে পারে ২৩ বা ২৪ মার্চ পর্যন্ত। ২০ মার্চ থেকে পরের দুই-তিন দিন ঢাকাসহ দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও রাঙামাটি জেলার ওপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে গেছে।

 

আগামী কয়েক দিনের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘খুলনা ও রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় রবিবারও মৃদু তাপপ্রবাহ থাকতে পারে। ১৭ বা ১৮ মার্চ থেকে আবার তপমাত্রা কমতে পারে, যা অব্যাহত থাকতে পারে ২৩ বা ২৪ মার্চ পর্যন্ত।’

তিনি জানান, আগামী ২০ থেকে ২২ মার্চ সময়ে দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে দখিনা বাতাসের সংমিশ্রণের ফলে ২০ মার্চ খুলনা অঞ্চলে বৃষ্টি হতে পারে। ২১ মার্চ তা আরেকটু বিস্তৃত হতে পারে। এদিন খুলনার সঙ্গে সিলেট অঞ্চল, ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলেও বৃষ্টি হতে পারে। দেশের কোনো কোনো অঞ্চলে কালবৈশাখীও হতে পারে।

আগের দিনের তুলনায় শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়েছে। গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিরাজগঞ্জের শাহজাদপুরে, ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুষ্টিয়ার কুমারখালীতে, ৩৭.৫ ডিগ্রি।

 

অর্থাত্ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১.৪ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রবিবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দিনের তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকতে পারে আগামী সোমবারও। তবে পরদিন মঙ্গলবার আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাঁচ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

আপডেট সময় : ০৪:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ও গরমের অনুভূতি বেড়েছে। শনিবার (১৫ মার্চ) দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহও বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল রবিবার এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকতে পারে আরো দুই থেকে এক দিন।

 

আবহাওয়াবিদরা বলছেন, আগামী ১৮ বা ১৯ মার্চ থেকে আবার তপমাত্রা কমতে পারে, যা অব্যাহত থাকতে পারে ২৩ বা ২৪ মার্চ পর্যন্ত। ২০ মার্চ থেকে পরের দুই-তিন দিন ঢাকাসহ দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও রাঙামাটি জেলার ওপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে গেছে।

 

আগামী কয়েক দিনের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘খুলনা ও রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় রবিবারও মৃদু তাপপ্রবাহ থাকতে পারে। ১৭ বা ১৮ মার্চ থেকে আবার তপমাত্রা কমতে পারে, যা অব্যাহত থাকতে পারে ২৩ বা ২৪ মার্চ পর্যন্ত।’

তিনি জানান, আগামী ২০ থেকে ২২ মার্চ সময়ে দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে দখিনা বাতাসের সংমিশ্রণের ফলে ২০ মার্চ খুলনা অঞ্চলে বৃষ্টি হতে পারে। ২১ মার্চ তা আরেকটু বিস্তৃত হতে পারে। এদিন খুলনার সঙ্গে সিলেট অঞ্চল, ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলেও বৃষ্টি হতে পারে। দেশের কোনো কোনো অঞ্চলে কালবৈশাখীও হতে পারে।

আগের দিনের তুলনায় শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়েছে। গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিরাজগঞ্জের শাহজাদপুরে, ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুষ্টিয়ার কুমারখালীতে, ৩৭.৫ ডিগ্রি।

 

অর্থাত্ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১.৪ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রবিবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দিনের তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকতে পারে আগামী সোমবারও। তবে পরদিন মঙ্গলবার আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।