সংবাদ শিরোনাম ::
ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে চাচিকে ছুরিকাঘাত,যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে চাচিকে ছুরিকাঘাতের অভিযোগে লিয়ন ফকির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার লিয়ন উপজেলার কামারগাঁও এলাকার নিরব ফকিরের ছেলে। লিয়ন ওই নারীর স্বামীর চাচাতো ভাইয়ের ছেলে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহামেদ জানান, শুক্রবার রাতে আহত নারীর দুই ছেলে তারাবীহ পড়তে গেলে রাত সাড়ে আটটার দিকে লিয়ন ফকির তাদের বাড়িতে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করে। সে সময় ওই নারী দরজা খুলে দেন।
এসময় কু-প্রস্তাবে রাজী না হওয়ায় লিয়ন ওই নারীরে ঝাপটে ধরে এবং ধর্ষণের চেষ্টা করে। ওই নারী চিৎকার করলে লিয়ন তার মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ওসি আরও জানান, শুক্রবার রাতে লিয়নকে গ্রেপ্তার করা হয় এবং শনিবার আদালতে পাঠানো হয়েছে।