ঈদের চাঁদ দেখা যাবে কবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

- আপডেট সময় : ০১:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৬ বার পড়া হয়েছে
পবিত্র রমজানের শেষে শাওয়ালের প্রথম দিনে উদ্যাপিত হয় মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে প্রতি বছর দেশে ঈদুল ফিতরের তারিখ জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এর আগেই নতুন চাঁদের জন্ম কবে হতে পারে এ বিষয়ে চাঁদের স্থানাঙ্ক জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, আগামী ২৯ মার্চ অমাবস্যা শেষ হয়ে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে চাঁদের বয়স হবে ০ দশমিক ০৫২১ দিন।
দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাংক বিবরণীতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৯ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫৮ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ০ দশমিক ০৫২১ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার রাত ১০টা ৩ মিনিটের আগে চন্দ্রান্ত ঘটবে।
চাঁদের স্থানাংক বিবরণীতে আরও বলা হয়েছে, ৩০ মার্চ সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ১ দশমিক ০৫২৪ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৪৩ দশমিক ৪ মিনিট পর চন্দ্রান্ত ঘটবে। ওইদিন রাত ১টা ১৯ মিনিটে বিএসটিতে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। আর ৩১ মার্চ সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ২ দশমিক ০৫২৮ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ১ ঘণ্টা ৫১ মিনিট পর চন্দ্রান্ত ঘটবে।