আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মশাল মিছিল

- আপডেট সময় : ০৫:৪৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৩ বার পড়া হয়েছে
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার নির্যাতনকারীদের অতিদ্রুত বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও মশাল মিছিল করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ ও সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভকারীরা বক্তব্য রাখেন।
এতে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার কো-অডিনেটর মাসুদুর রহমান রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, আছিয়ার মৃত্যুর পরে ৭ দিনের মধ্যে বিচার কার্যক্রম শুরু করতে বলা হয়েছে। কিন্ত মৃত্যুর আগে কেনো এমন কার্যক্রম নেওয়া হল না। এছাড়া সারাদেশেই প্রতিনিয়তই ধর্ষণের ঘটনা বেড়েছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। তার দ্রুত পদত্যাগ দাবি করছি।