সুন্দরবনের গহীন থেকে বৃদ্ধা নারী উদ্ধার

- আপডেট সময় : ১০:৪৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের বাদুজুলি খালের একটি গাছের ডাল থেকে এক বৃদ্ধা নারীকে উদ্ধার করেছেন স্থানীয় কাঁকড়া শিকারী জেলেরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের আলমগীর খাঁ ও রহমান গাজী নামের দুই জেলে সুন্দরবন থেকে ফেরার পথে ওই নারীকে দেখতে পান এবং উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
উদ্ধার হওয়া বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ বছর। নিজের নাম শুকুরুন নেছা এবং স্বামীর নাম গফফার বলে জানিয়েছেন তিনি। এছাড়া তার একটি ছেলে রয়েছে, যার নাম রফিকুল। তবে তিনি ঠিকানা বা বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি। এলাকাবাসীর ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন।
উদ্ধারকারী জেলে আলমগীর ও রহমান জানান, কাঁকড়া ধরতে গিয়ে ফেরার সময় বাদুজুলি খালের পাশে একটি গাছের ডালে বৃদ্ধাকে শুয়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানান।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম জানান, উদ্ধার হওয়া নারী বর্তমানে অসুস্থ। স্থানীয়ভাবে তার দেখভালের ব্যবস্থা করা হয়েছে এবং তার পরিবারের সন্ধান করার চেষ্টা চলছে।
বৃদ্ধা কীভাবে সুন্দরবনের গভীরে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং তার পরিবারের খোঁজ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।