সংবাদ শিরোনাম ::
মুসলিম সেনাদের সঙ্গে ইফতার করলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১ বার পড়া হয়েছে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি মুসলিম সেনাদের সঙ্গে ইফতার করেছেন। বৃহস্পতিবার(১৩ মার্চ) রাজধানী কিয়েভে ইউক্রেনের সামরিক বাহিনীর মুসলিম সদস্যদের আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দেন তিনি।
এ সময়, জেলেনস্কি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সাম্প্রতিক ইস্যু সম্পর্কে তার মতামত জানান। পরে, তিনি মুসলিম সেনাদের সঙ্গে একত্রে মাটিতে বসে ইফতার করেন এবং অংশ নেন মোনাজাতেও।
এ ঘটনায়, প্রেসিডেন্ট জেলেনস্কি ফ্রন্টলাইনে নিয়োজিত মুসলিম সেনাদের সঙ্গে সাক্ষাৎও করেন। বর্তমানে, ইউক্রেনের মুসলিম জনগণের সংখ্যা আনুমানিক ৭ থেকে ২০ লাখ, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ০.৯ শতাংশ। মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগই বসবাস করেন পূর্বাঞ্চলীয় ক্রাইমিয়ায়।