সংবাদ শিরোনাম ::
ঢাবিতে শিবিরের ইফতার বক্সে নগদ পাঁচশ টাকার নোট!

ঢাবি প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রশিবিরের ইফতারে গিয়ে ইফতার বক্সসহ নগদ পাঁচশ টাকার নোট পেয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্প্রতিবার (১৩ মার্চ) বিকেলে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল সংলগ্ন এলাকায় দেখা গেছে ইফতারের বক্সে তুরস্কের এক ভদ্রলোক শিক্ষার্থীদের ৫০০ টাকার নোট দিচ্ছেন ।
জানা যায়, তুরস্কের সংস্থা টিকা’র সহযোগিতায় এ আয়োজন করা হয়। অন্যান্য দিনের চেয়ে আজ ইফতারের আয়োজনেও ভিন্নতা লক্ষ্য করা যায়। প্রায় ১৫০০ শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয় বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং ইফতারও টাকা সংগ্রহ করছেন। এতে বেশ আনন্দিত লক্ষ্য করা যায় তাদের।