জাবিপ্রবিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৪২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ৯ বার পড়া হয়েছে
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা। জানাজায় ইমামতি করেন ফাহাদ আহমেদ।
জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. সৈকত ইসলাম বলেন, ‘আমরা দিন দিন আধুনিকতার দিকে ঠিকই এগোচ্ছি, কিন্তু বর্বরতা থেকে যেন কোনোভাবেই বের হতে পারছি না। একটা মানুষ কতটা জঘন্য হলে এরকম একটা অমানবিক কাজ করতে পারে, আমার জানা নেই। আমরা আর বাংলার জমিনে আছিয়ার মতো এমন ঘটনা দেখতে চাই না এবং একরকম জানাজা পড়তে চাই না।’
মো. সৈকত ইসলাম আরও বলেন, ‘আছিয়ার মৃত্যুর সঙ্গে জড়িত মানুষরূপী পশুদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক, যাতে করে আর কেউ দ্বিতীয়বার একরকম করতে চাইলে তার কলিজা কেঁপে ওঠে। সবশেষে আছিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’
এর আগে গতকাল দুপুরে শিশু আছিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যায়। গত ৮ মার্চ শিশু আছিয়াকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।