ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৬

- আপডেট সময় : ১১:৫১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—উপজেলার শ্যামকুড় গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জামায়াত কর্মী আব্দুল মুন্না, আবুল কাসেম ও শ্যামপুর নিন্দাপাড়ার মৃত গোলাম নবীর ছেলে বিএনপির সমর্থক শরিফুল ইসলাম। বাকি ৩ জনের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে শ্যামকুড় বাজার মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে জামায়াত কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের ছয়জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ভয়েজ উদ্দিন মৃধা জানান, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। উভয় পক্ষ বিষয়টি সমাধান করার চেষ্টা করছে।