সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ছাগল বিতরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৩ মার্চ) সকাল ১০টায় কুষ্টিয়া সদর উপজেলা চত্বরে কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবক কার্যালয়ের আয়োজনে ১১জন ভিক্ষুকের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছাগলগুলো বিতরণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিফাতুল ইসলাম ও কুষ্টিয়া সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।