সংবাদ শিরোনাম ::
কুয়েটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৪৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৪ বার পড়া হয়েছে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নির্মাণাধীন দশ তলা ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মোহাম্মদ কালু নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ কালু ফুলবাড়িগেট অ্যাজাক্স জুট মিল কলোনির মৃত আব্দুস সামাদের ছেলে।
এ বিষয়ে কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত জানান, কালু বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দশ তলা ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। হঠাৎ করে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।