স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে খুন

- আপডেট সময় : ০৪:০২:০০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকায় মোহাম্মদ আইয়ুব নবী (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সিজান (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি।
পুলিশ বলছে, বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক সন্দেহ থেকেই আইয়ুবকে খুন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ মার্চ) রাতে দক্ষিণ হালিশহর এলাকার সিডিএ বালুর মাঠে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর বুধবার (১২ মার্চ) তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের মোহাম্মদ আইয়ুব আকমল আলী সড়কে ভাড়া বাসায় স্ত্রীসহ বসবাস করতেন। আর তার পাশেই আরেকটি বাসায় থাকতেন সাইমন।
আইয়ুব ও সাইমন ভালো বন্ধু। তবে সাইমন সন্দেহ করতেন আইয়ুবের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক আছে। এই সন্দেহে থেকে তাকে খুনের পরিকল্পনা করেন। মঙ্গলবার রাতে আইয়ুবকে সিডিএ বালুর মাঠ এলাকায় নিয়ে ছুরিকাঘাত করেন সাইমন ও সিজান। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান বলেন, ‘শনিবার রাতে আমরা খবর পাই বালুর মাঠ এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে গেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিক খুন হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারিনি আমরা।
রাত ১টার দিকে আইয়ুবের স্বজনরা হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। এরপর স্বজনদের সঙ্গে কথা বলে আমরা সিজান নামে একজনকে গ্রেপ্তার করি। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন জায়গায় চারটি ছুরিকাঘাত করা হয়েছে। আমরা ছুরিটি জব্দ করেছি।’
ওসি বলেন, ‘গ্রেপ্তার সিজান, নিহত আইয়ুব ও পলাতক সাইমুন তিনজনই ভালো বন্ধু ছিলেন।
প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সাইমনের স্ত্রীর সঙ্গে আইয়ুবের পরকীয়ার সম্পর্ক রয়েছে, এমন সন্দেহের জেরে তাকে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ঘটনার পর থেকে অভিযুক্ত সাইমুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’