মরা গরু কেটে মাংস বিক্রি, বিক্রেতাকে আটক জরিমানা

- আপডেট সময় : ০২:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মরা গরু কেটে মাংস বিক্রি করায় ওই মাংস বিক্রেতা আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২৫ হাজার টাকা জরিমানাসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) জেলার ভৈরব উপজেলার পৌর এলাকার গাছতলা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই অসাধু ব্যবসায়ীকে আটক ও জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি। তার সঙ্গে ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আজহারুল আলম, স্বাস্থ্য কমপ্লেক্স সেনেটারি ইন্সপেক্টর নাজির মাহমুদ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আটক ব্যক্তির নাম খুরশিদ মিয়া। তিনি ওই এলাকার ‘ভৈরব গোস্ত হাউজ’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক।
রিদওয়ান রাফি জানান, রমজান মাস উপলক্ষে ভৈরবে নিয়মিত অভিযান চলছে। মরা গরুর মাংস কেটে বিক্রি হচ্ছে এমন গোপন খবরে অভিযান চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরীক্ষার মাধ্যমে সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় মাংস বিক্রেতাকে এক মাসের সাজাসহ নগদ অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি জানান, কাটা মাংসগুলো উদ্ধার করে স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীর সহযোগিতা মাটি চাপা দেওয়া হয়েছে।