ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হাসিনা হত্যা মামলায় আসামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৯ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটে গৃহবধূ হাসিনা বেগমকে জবাই করে হত্যার ঘটনায় জড়িত স্বামী আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রবিবার (৯ মার্চ) বিকেলে থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল শহরের খুটামারা এলাকা থেকে তাকে আটক করে। ডিবি পুলিশের ওসি সাদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তার আশরাফুল ইসলাম (৫০) পেশায় ভ্যানচালক। সে জেলার আদিতমারীর দূর্গাপুরের দীঘলটারী গ্রামের বাসিন্দা। নিহত হাসিনা বেগম (৩৮) আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী এবং আদিতমারীর দীঘলটারী গ্রামের কাশেম আলীর মেয়ে।

 

জানা যায়, গত বুধবার(৫মার্চ)  দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের একটি ভুট্টাখেত থেকে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হাতের আঙুলের ছাপ থেকে রংপুরের সিআইডি পুলিশ নিশ্চিত করে, মরদেহটি আশরাফুলের স্ত্রী হাসিনা বেগমের।

 

ঘটনার পর থেকে নিহত হাসিনা বেগমের স্বামী আশরাফুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মেহেরুন্নেসা পলাতক ছিল। শুক্রবার (৭ মার্চ) বিকেলে লালমনিরহাট সদর থানা পুলিশ মেহেরুন্নেসাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়। পরেরদিন শনিবার মেহেরুন্নেসা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার সতীন হাসিনা বেগমের বিচ্ছিন্ন মাথা পুঁতে রাখার তথ্য দেন। সেই তথ্য মতে জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের একটি তামাক ক্ষেতে পুঁতে রাখা হাসিনার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ।

 

লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, অভিযুক্ত আশরাফুলকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার ( ১০ মার্চ) এসপি অফিসের মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাসিনা হত্যা মামলায় আসামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

লালমনিরহাটে গৃহবধূ হাসিনা বেগমকে জবাই করে হত্যার ঘটনায় জড়িত স্বামী আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রবিবার (৯ মার্চ) বিকেলে থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল শহরের খুটামারা এলাকা থেকে তাকে আটক করে। ডিবি পুলিশের ওসি সাদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তার আশরাফুল ইসলাম (৫০) পেশায় ভ্যানচালক। সে জেলার আদিতমারীর দূর্গাপুরের দীঘলটারী গ্রামের বাসিন্দা। নিহত হাসিনা বেগম (৩৮) আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী এবং আদিতমারীর দীঘলটারী গ্রামের কাশেম আলীর মেয়ে।

 

জানা যায়, গত বুধবার(৫মার্চ)  দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের একটি ভুট্টাখেত থেকে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হাতের আঙুলের ছাপ থেকে রংপুরের সিআইডি পুলিশ নিশ্চিত করে, মরদেহটি আশরাফুলের স্ত্রী হাসিনা বেগমের।

 

ঘটনার পর থেকে নিহত হাসিনা বেগমের স্বামী আশরাফুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মেহেরুন্নেসা পলাতক ছিল। শুক্রবার (৭ মার্চ) বিকেলে লালমনিরহাট সদর থানা পুলিশ মেহেরুন্নেসাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়। পরেরদিন শনিবার মেহেরুন্নেসা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার সতীন হাসিনা বেগমের বিচ্ছিন্ন মাথা পুঁতে রাখার তথ্য দেন। সেই তথ্য মতে জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের একটি তামাক ক্ষেতে পুঁতে রাখা হাসিনার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ।

 

লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, অভিযুক্ত আশরাফুলকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার ( ১০ মার্চ) এসপি অফিসের মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।