ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

৭ মাসে ১২ কর্মকর্তা চাকরিচ্যুত, ৮৪ জন বহিষ্কার : কারা অধিদপ্তর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৮ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত সাত মাসে শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে কারাগার অধিদপ্তরের ১২ কর্মকর্তাকে চাকরিচ্যুত, ছয়জনকে বাধ্যতামূলক অবসরে ও ৮৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ২৭০ জনের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা ও ২৬০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

 

সোমবার (১০ মার্চ) দুপুরে কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। 

 

তিনি জানান, বিভিন্ন অনিয়ম, আর্থিক দুর্নীতি ও বিধিবহির্ভূত কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

তিনি আরো বলেন, ‘আইন লঙ্ঘনকারীদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা কঠোর জবাবদিহি নিশ্চিত করছি।’

 

কারা মহাপরিদর্শক জানান, এ সময়ের মধ্যে ২৯ জনকে কারণ দর্শানোর নোটিশ ও ২১ জনকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেইসঙ্গে ৩৯ জনকে তাৎক্ষণিক বদলি এবং প্রশাসনিক কারণে ১০২ জনকে নিজ নিজ বিভাগের বাইরে পুনর্বহাল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৭ মাসে ১২ কর্মকর্তা চাকরিচ্যুত, ৮৪ জন বহিষ্কার : কারা অধিদপ্তর

আপডেট সময় : ১১:০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

গত সাত মাসে শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে কারাগার অধিদপ্তরের ১২ কর্মকর্তাকে চাকরিচ্যুত, ছয়জনকে বাধ্যতামূলক অবসরে ও ৮৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ২৭০ জনের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা ও ২৬০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

 

সোমবার (১০ মার্চ) দুপুরে কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। 

 

তিনি জানান, বিভিন্ন অনিয়ম, আর্থিক দুর্নীতি ও বিধিবহির্ভূত কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

তিনি আরো বলেন, ‘আইন লঙ্ঘনকারীদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা কঠোর জবাবদিহি নিশ্চিত করছি।’

 

কারা মহাপরিদর্শক জানান, এ সময়ের মধ্যে ২৯ জনকে কারণ দর্শানোর নোটিশ ও ২১ জনকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেইসঙ্গে ৩৯ জনকে তাৎক্ষণিক বদলি এবং প্রশাসনিক কারণে ১০২ জনকে নিজ নিজ বিভাগের বাইরে পুনর্বহাল করা হয়েছে।