৫ দফা দাবিতে সিকদার ওমেনস্ মেডিকেল শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

- আপডেট সময় : ০১:০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে স্বাস্থ্য সুরক্ষা আইনসহ পাঁচ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন রাজধানীর জেইড এইচ সিকদার ওমেনস মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার (১০ মার্চ) সিকদার ওমেনস মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করে সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসকসমাজ।
এই সময় দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন মেডিক্যাল শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ম্যাটস ও ডিএমএফ পাস করা ব্যক্তিরা কখনো নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারেন না। তাঁরা চিকিৎসকের সহায়ক হিসেবে অতীতে কাজ করে এসেছেন।
কয়েকটা ওষুধের নাম মুখস্থ করে চিকিৎসক বনে গেছেন তাঁরা। তাঁদের ভুল প্রেসক্রিপশনে ঘটছে মৃত্যুর ঘটনা, যার দায় যাচ্ছে সমগ্র চিকিৎসকদের ওপর। এ ছাড়া এমবিবিএস ও বিডিএস পাস না করে কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবেন না।
সারা দেশে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসকের ওপর হামলা বন্ধের দাবি জানান তাঁরা। তাঁরা বলেন, যেখানে ভুল চিকিৎসার প্রমাণ মিলবে সেখানে চিকিৎসকের সনদ বাতিল ও ফৌজদারি অপরাধে জেল জরিমানা করা হয়। কিন্তু অপরাধ প্রমাণের আগেই চিকিৎসকের ওপর হামলা কোনোভাবে কাম্য নয়। এ ছাড়া সারা দেশে যেখানে চিকিৎসক সংকট সেখানে ডাক্তারি পাস করে বেকার থাকার সুযোগ নেই বলেও জানান শিক্ষার্থীরা।