ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জাবিপ্রবিতে ধর্ষণের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীর বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ৭ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার (৯ মার্চ) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে মিছিল বের হয়। 

 

পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর ও হল প্রদক্ষিণ করে একাডেমিক ভবনে সামনে শেষ হয়। এ সময় ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই; ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না; প্রভৃতি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন,‌ ‘ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একটা ধর্ষকও যেন আর বাংলার মাটিতে মুক্ত না থাকে। এই নরপশুদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ধর্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে আরো বড় কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন তারা। 

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আল মামুন সরকার বলেন, ‘ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাবিপ্রবিতে ধর্ষণের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীর বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৪৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার (৯ মার্চ) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে মিছিল বের হয়। 

 

পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর ও হল প্রদক্ষিণ করে একাডেমিক ভবনে সামনে শেষ হয়। এ সময় ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই; ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না; প্রভৃতি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন,‌ ‘ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একটা ধর্ষকও যেন আর বাংলার মাটিতে মুক্ত না থাকে। এই নরপশুদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ধর্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে আরো বড় কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন তারা। 

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আল মামুন সরকার বলেন, ‘ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাই।’