ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ১০ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি।

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। মূলত বসবাস, শ্রম, এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারীদের নিরীক্ষণ ও ধরার জন্য যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

আরব নিউজ জানিয়েছে, গত ২৭ ফেব্রুয়ারী থেকে ৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালায় আইনশৃঙ্খলাবাহিনী। এ সময় ২০ হাজার ৭৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ১৩ হাজার ৮৭১ জনকে আবাসিক ব্যবস্থা লঙ্ঘন, তিন হাজার ৫১৭ জনকে সীমান্ত নিরাপত্তা লঙ্খন এবং তিন হাজার ৩৬১ জনকে শ্রম বিধান লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি, ৫৪ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি বেআইনিভাবে রাজ্যের বাইরে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার দায়ে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। মূলত বসবাস, শ্রম, এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারীদের নিরীক্ষণ ও ধরার জন্য যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

আরব নিউজ জানিয়েছে, গত ২৭ ফেব্রুয়ারী থেকে ৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালায় আইনশৃঙ্খলাবাহিনী। এ সময় ২০ হাজার ৭৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ১৩ হাজার ৮৭১ জনকে আবাসিক ব্যবস্থা লঙ্ঘন, তিন হাজার ৫১৭ জনকে সীমান্ত নিরাপত্তা লঙ্খন এবং তিন হাজার ৩৬১ জনকে শ্রম বিধান লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি, ৫৪ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি বেআইনিভাবে রাজ্যের বাইরে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার দায়ে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।