ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রাইভেট পড়ানোর সময় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষক আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই স্কুলের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিককে আটক করা হয়েছে। বর্তমানে ওই শিক্ষার্থী ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

 

শনিবার (৮ মার্চ) জেলা সদরের আউলিয়াপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বিদ্যালয় বন্ধ থাকলেও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলের বাচ্চাদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ সময় সুযোগ বুঝে একটি কক্ষে নিয়ে পাশবিক নির্যাতনের পর ধর্ষণ করে পালিয়ে যায় শিক্ষক।

পরবর্তীতে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই ওই শিক্ষকের লোকজন তাকে উদ্ধার করে জেলা শহরের সেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগস্টিক সেন্টারে নিয়ে যায়। গোপনে চিকিৎসা দেয়ার চেষ্টা করার কথা জানতে পেরে সংবাবাদকর্মীরা ছুটে গেলে দ্রুত শিশুটিকে জেনারেল হাসপাতালে হস্তান্তর করে ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

 

খবর পেয়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা দ্রুত ছুটে যান হাসপাতালে, ঘটনা পর্যলোচনা করে ভুক্তভোগীকে সহায়তার পাশপাশি দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনতে ব্যবস্থা নেয়ার কথা জানান।

এ বিষয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রকিবুল আলম বলেন, ‘ধর্ষণের অভিযোগে একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং এ ঘটনার পরিপ্রেক্ষিতে ডাক্তারি পরীক্ষা নীরিক্ষা চলছে। ভুক্তভোগী শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে।’

 

এ বিষয়ে ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। সেই সঙ্গে পরিবারকে এজাহার দেয়ার কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রাইভেট পড়ানোর সময় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষক আটক

আপডেট সময় : ০২:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই স্কুলের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিককে আটক করা হয়েছে। বর্তমানে ওই শিক্ষার্থী ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

 

শনিবার (৮ মার্চ) জেলা সদরের আউলিয়াপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বিদ্যালয় বন্ধ থাকলেও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলের বাচ্চাদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ সময় সুযোগ বুঝে একটি কক্ষে নিয়ে পাশবিক নির্যাতনের পর ধর্ষণ করে পালিয়ে যায় শিক্ষক।

পরবর্তীতে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই ওই শিক্ষকের লোকজন তাকে উদ্ধার করে জেলা শহরের সেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগস্টিক সেন্টারে নিয়ে যায়। গোপনে চিকিৎসা দেয়ার চেষ্টা করার কথা জানতে পেরে সংবাবাদকর্মীরা ছুটে গেলে দ্রুত শিশুটিকে জেনারেল হাসপাতালে হস্তান্তর করে ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

 

খবর পেয়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা দ্রুত ছুটে যান হাসপাতালে, ঘটনা পর্যলোচনা করে ভুক্তভোগীকে সহায়তার পাশপাশি দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনতে ব্যবস্থা নেয়ার কথা জানান।

এ বিষয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রকিবুল আলম বলেন, ‘ধর্ষণের অভিযোগে একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং এ ঘটনার পরিপ্রেক্ষিতে ডাক্তারি পরীক্ষা নীরিক্ষা চলছে। ভুক্তভোগী শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে।’

 

এ বিষয়ে ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। সেই সঙ্গে পরিবারকে এজাহার দেয়ার কথা বলা হয়েছে।