সংবাদ শিরোনাম ::
জামালপুরের যুবলীগ নেতা নোমান গ্রেফতার

সাকিব আল হাসান নাহিদ জামালপুর
- আপডেট সময় : ০১:৪২:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৩ বার পড়া হয়েছে
জামালপুরে যুবলীগ নেতা মো. নোমান হোসেন কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) গ্রেফতার ওই যুবলীগ নেতাকে জুলাই আগস্ট আন্দোলনে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে মেলান্দহ থানা পুলিশ।
গ্রেফতার মো. নোমান হোসেন (৩৫) মেলান্দহ পৌর শহরের আদিপৈত এলাকার আব্দুল মোতালেবের ছেলে। সে দীর্ঘদিন থেকে পৌর যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন,‘ অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযানে গত বছরের ২৯ অক্টোবর মেলান্দহ থানায় হওয়া নাশকতার মামলায় (নং ২০) যুবলীগ নেতা নোমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।