পঞ্চগড়ে টিউবওয়েলে চেতনানাশক মিশিয়ে লাখ টাকা চুরি

- আপডেট সময় : ০৭:১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক প্রয়োগের ঘটনায় একই পরিবারের চারজন সদস্য অসুস্থ হলে বাড়িতে থাকা নগদ একলক্ষ টাকা চুরি করে পালিয়ে যায় একটি চোর চক্র।
শুক্রবার (৭মার্চ) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামের আব্দুল হামিদের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে। তিনি পেশায় একজন অটো রিক্সা চালক।
চুরির ঘটনাটি এলাকায় জানাজানি হলে এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। চেতনানাশক মেশানো পানি খাওয়ার পড়ে অসুস্থ হওয়া পরিবারের ৪ সদস্য শঙ্কা মুক্ত থাকায় তারা নিজ বাড়িতে অবস্থান করছে বলে জানিয়েছে পরিবারটি।
এ ঘটনায় অসুস্থরা হলেন- ইজিবাইক চালক আব্দুল হামিদ, হামিদের স্ত্রী মালেকা বানু, ছেলে মেহেদী হাসান (২০) ও মেয়ে হিমা আক্তার হাবিবা (১৫)।
এ বিষয়ে হামিদের ছেলে মেহেদী হাসান বলেন, শুক্রবার বিকেলে শালবাহান বাজার থেকে খাবার এনে বাড়িতে সবাই মিলে ইফতার করি। ইফতারের সময় শুধুমাত্র বাড়ির টিউবওয়েলের পানি ব্যবহার করেছি আমরা। এরপর বাবা (হামিদ) ও আমি বাজারের উদ্দেশ্যে বের হয়ে যাই। পড়ে বাজারে ঢুকতেই চোখে ঘুম ঘুম ভাব নিয়ে আমি অসুস্থ বোধ করি ।পড়ে মুঠোফোনে বাড়িতে খবর নেই এবং কিছুক্ষণের মধ্যে স্থানীয়দের সহায়তায় বাড়িতে পৌঁছে যাই।
এ সময় মা ও ছোট বোনকে অসুস্থ অবস্থায় দেখতে পাই। এরমধ্যেই চোরেরা ঘরে প্রবেশ করে বক্স খাটের (বিছানা) ছোট টুল বক্সের তালা ভেঙে নগদ ১ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে।
মেহেদী হাসান আরও বলেন,গত কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করছিলাম। স্থানীয়ভাবে চিকিৎসা চলছিলো। বাবার পাশাপাশি আমিও বাদাম কেনাবেচা করে টাকা গুলো রেখেছিলাম। কিছু টাকা নিজের কাছে থাকলেও চোরেরা বাড়িতে থাকা একলক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে। ঘটনার আগে বিকেলে স্থানীয়রা বাড়ির পাশে একটি সাদা রঙের মোটরসাইকেল ও ইজিবাইকে কিছু লোককে দেখেছিল বলে জানান তিনি।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, চেতনানাশক খাবার খাইয়ে টাকা লুট করার খবর পেয়ে ঐ অটো চালকের বাড়িতে গিয়ে পরিদর্শন করেছি। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।