ডিজিটাল সংবাদমাধ্যমগুলির ওপর চলবে নজরদারি, ব্যয় ১০ কোটি

- আপডেট সময় : ০২:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
ছাত্র জনতার গণ অভ্যুথানে সরকার পতনের পর নানা চড়াই উৎড়াই পার করছে বাংলাদেশ। কারন অর্ন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক ধরনে বাঁধার সম্মূখীন হতে হয়েছে তার মধ্যে অন্যতম হলো ভারতের অপপ্রচার। বিশেষ করে রিপাবলিক বাংলার বাংলাদেশ বিরোধী যে প্রচারনা তা নিয়ে খোদ সে দেশেই অনেক প্রতিরোধ গড়ে ওঠে।
লাগাতর মিথ্যা, ভিত্তিহিন ও মনগড়া সংবাদে ইউনুস সরকারকে ধুয়ে দেয় রিপাবলিক বাংলার ময়ুখ রঞ্জন ঘোষ। যেন তার কাজই বাংলাদেশ নিয়ে অপপ্রচার করা। এবার মিথ্যা সংবাদ পর্যবেক্ষনে মহারাষ্ট্র সরকার সংবাদ মাধ্যমের কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের জন্য একটি আধুনিক মিডিয়া মনিটরিং সেন্টার স্থাপন করতে চলেছে। মুদ্রিত, ইলেকট্রনিক, সামাজিক ওবেক ডিজিটাল মিডিয়ার সংবাদ বিশ্লেষণের জন্য ১০ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
সংবাদ পর্যবেক্ষণের আধুনিক ব্যবস্থা: রাজ্যের তথ্য ও জনসংযোগ অধিদপ্তর (DGIPR) এই মিডিয়া মনিটরিং সেন্টার পরিচালনা করবে। এটি সংবাদপত্র ও অন্যান্য সংবাদ মাধ্যম থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন সংগ্রহ, পজিটিভ বা নেগেটিভ সংবাদের বিশ্লেষণ, এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ভ্রান্ত তথ্য প্রচারের উপর নজরদারি করবে।
প্রযুক্তিগত দিক: সংবাদ সংগ্রহ ও বিশ্লেষণের জন্য ডিজিটাল ড্যাশবোর্ড ও মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হবে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কেন্দ্রটি চালু থাকবে। নেগেটিভ নিউজ রিপোর্ট বিশ্লেষণ করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।