ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

সাকিব আল হাসান নাহিদ জামালপুর
  • আপডেট সময় : ০৬:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৭ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পুলিশ উপ-পরিদর্শকসহ ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১২টা থেকে ভোর সকাল সাড়ে ৫টার মধ্যে জেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারিকেলি ও জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছনকান্দা এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

 

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা যায়, শুক্রবার (৭ মার্চ) দিবারাত সাড়ে ১২টা দিকে জেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারকেলি এলাকায় মো. আনিছুর রহমান (৪৮) নামে এক চা বিক্রেতা রাস্তা পার হচ্ছিল এ সময় মধুপর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

 

এ সময় পাশ্বর্বর্তী জামতলী বাজারের চেকপোস্টে গোপাল চন্দ্র ঘোষ (৪৮) নামে দায়িত্বরত এক পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ওই ট্রাককে থামাতে সিগন্যাল দিলে গাড়ি চালক অমান্য করে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত ওই পুলিশ উপ-পরিদর্শককে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এরপর শনিবার ভোর সকাল সাড়ে-৫টা দিকে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ট্রাক-মোটর সাইকেলের ত্রিমূখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

 

জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিস্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু।

 

এসময় জামালপুর থেকে ছেড়ে আসা নান্দিনাগামী দশ চাকার একটি ট্রাক সরাসরি দাড়িয়ে থাকা ওই ট্রাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাক চালক জুয়েল আকন্দ কালু নিহত হন। এসময় ট্রাকের চালকসহ তিনজন আহত হন। দুর্ঘটনার পর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকে পড়ে বেশকিছু যানবাহন। পরে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি মোটর সাইকেল সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবাহী একটি ট্রাকে সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাওন নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন।

 

আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাক চালক জুয়েল আকন্দ কালু (৪৫) ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম (২৫) জামালপুর সদর উপজেলার নারিকেলি এলাকার চা বিক্রেতা আনিছুর রহমান (৪০)।

 

আহতরা হলেন, জামালপুর সদর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র ঘোষ, দেওয়ানগঞ্জের পোল্লাকান্দি এলাকার একরামুল হক (৪০) টাঙ্গাইলের মধুপুর উপজেলার লক্ষীরপুর এলাকার হাসিবুল (২০) আহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

 

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ৪জন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পুলিশ উপ-পরিদর্শকসহ ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১২টা থেকে ভোর সকাল সাড়ে ৫টার মধ্যে জেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারিকেলি ও জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছনকান্দা এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

 

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা যায়, শুক্রবার (৭ মার্চ) দিবারাত সাড়ে ১২টা দিকে জেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারকেলি এলাকায় মো. আনিছুর রহমান (৪৮) নামে এক চা বিক্রেতা রাস্তা পার হচ্ছিল এ সময় মধুপর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

 

এ সময় পাশ্বর্বর্তী জামতলী বাজারের চেকপোস্টে গোপাল চন্দ্র ঘোষ (৪৮) নামে দায়িত্বরত এক পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ওই ট্রাককে থামাতে সিগন্যাল দিলে গাড়ি চালক অমান্য করে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত ওই পুলিশ উপ-পরিদর্শককে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এরপর শনিবার ভোর সকাল সাড়ে-৫টা দিকে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ট্রাক-মোটর সাইকেলের ত্রিমূখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

 

জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিস্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু।

 

এসময় জামালপুর থেকে ছেড়ে আসা নান্দিনাগামী দশ চাকার একটি ট্রাক সরাসরি দাড়িয়ে থাকা ওই ট্রাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাক চালক জুয়েল আকন্দ কালু নিহত হন। এসময় ট্রাকের চালকসহ তিনজন আহত হন। দুর্ঘটনার পর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকে পড়ে বেশকিছু যানবাহন। পরে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি মোটর সাইকেল সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবাহী একটি ট্রাকে সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাওন নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন।

 

আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাক চালক জুয়েল আকন্দ কালু (৪৫) ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম (২৫) জামালপুর সদর উপজেলার নারিকেলি এলাকার চা বিক্রেতা আনিছুর রহমান (৪০)।

 

আহতরা হলেন, জামালপুর সদর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র ঘোষ, দেওয়ানগঞ্জের পোল্লাকান্দি এলাকার একরামুল হক (৪০) টাঙ্গাইলের মধুপুর উপজেলার লক্ষীরপুর এলাকার হাসিবুল (২০) আহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

 

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ৪জন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।