ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ হারালো বড় ভাই

- আপডেট সময় : ০৩:৪২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ৯ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদনে বাড়ির সীমানা বিরোধে সৃষ্ট ঝগড়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত বড় ভাই দ্বীন ইসলামের (৫০) মৃত্যু হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৭ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। এদিকে এই খবর বিকালে এলাকায় ছড়িয়ে পরলে অভিযুক্তরা পালিয়ে গেছেন বলে জানা গেছে।
পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাপাসাটিয়া গ্রামে বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকেলে দুই ভাইয়ের বাড়ির সীমানা নির্ধারণীতে ইট স্থাপন করেন ছোট ভাই সম্রাট। বড় ভাই দ্বীন ইসলাম এসে এটিকে তার জায়গায় স্থাপন করা হয়েছে বলে দাবি করেন। পরে দ্বীন ইসলাম ইটটি সরিয়ে ফেলেন।
এ নিয়ে দুই ভাইয়ের মাঝে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে ছোট ভাই সম্রাট ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে। পরে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের সময় দ্বীন ইসলামের মাথায় লাঠির আঘাত লাগে। পরে তার পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন দ্বীন ইসলামকে। সেখানে তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। শুক্রবার দুপুরে দ্বীন ইসলাম সেখানে মৃত্যুবরণ করেন। সন্ধ্যায় খবরটি এলাকায় ছড়িয়ে যাওয়ার আগেই ছোট ভাই ও তার পরিবার বাড়ি থেকে পালিয়ে যায়।
নিহতের শ্যালিকা মোমেনা আক্তার বলেন, আমার ভগ্নিপতির জায়গায় সম্রাট বাড়ির সীমানা অতিক্রম করে ইট বসায়। ইটটি তিনি উঠিয়ে ফেলে দেওয়ার কারণেই সম্রাট তার পরিবারের লোকজন নিয়ে মারধর করে। শুক্রবার তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এসব খবর নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, ঢাকায় মারা যাওয়ায় ময়নাতদন্ত সেখানেই হবে। স্বজনরা হয়তো লাশ নিয়ে আসার পর মামলার সিদ্ধান্ত নেবে। আসামি ধরার চেষ্টা চলছে। তবে খবর পেয়েই আসামিরা পলাতক রয়েছে। নিহত দ্বীন ইসলাম মদন উপজেলার সদর ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের মৃত মুর্তজ আলীর ছেলে।