চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা-কর্মী আটক

- আপডেট সময় : ০৮:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
জামালপুরে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাত ৯ টার দিকে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, হাজীপুর ফকির পাড়া এলাকার মইনুদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৩), জামাল উদ্দিনের ছেলে মো. পলাশ মিয়া (৪৫), ও নজরুল ইসলামের ছেলে মো. ফরমান (৪২) তার তিনজনই একই এলাকার বাসিন্দা।
জানা যায়, হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল তারা। এ নিয়ে ওই ব্যবসায়ী অভিযোগ করলে যৌথবাহিনী আজ রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তারা তিনজনই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত।
এ প্রসঙ্গে মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা বলেন, আটককৃতদের মধ্যে পলাশ মিয়া ইউনিয়ন শ্রমিকদলের সদস্য। মো. ফরমান ও সিরাজুল ইসলাম হলেন বিএনপি কর্মী।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির সাথে জড়িত। আরো তদন্ত করে দেখছি। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।