সমন্বয়ক পরিচয়ে সুবিধা নেওয়ার সুযোগ বন্ধ:নাহিদ ইসলাম

- আপডেট সময় : ০৩:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ৭ বার পড়া হয়েছে
সমন্বয়ক পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার সুযোগ বন্ধ, বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। কেউ সমন্বয়ক পরিচয় দিলে, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করারও আহ্বান জানান তিনি।
আজ শুক্রবার (৭ মার্চ) বিকালে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময়, নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়া নিজ বক্তব্যের ব্যাখ্যা দেন নাহিদ। তিনি বলেন, গনপরিষদ ও জাতীয় নির্বাচন এক সাথে সম্ভব। এদিকে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সারজিস আলমের সাথে অপ্রিতিকর ঘটনায় গোটা ছাত্রদলকে দোষারোপ না করার অনুরোধ জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
একটি আন্তর্জাতিক মিডিয়ায় নিজের দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি।