ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে শেখ পরিবারের ৪ ফ্ল্যাটের সন্ধান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ১০ বার পড়া হয়েছে

বাম পাশ থেকে সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। ফাইল ছবি

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে শেখ পরিবারের চারটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির দাবি, ইস্টার্ন হাউজিংকে প্লট সুবিধা দিয়ে বিনা মূল্যে এসব ফ্ল্যাটের মালিক হয়েছেন সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, আজমিনা সিদ্দিক রুপন্তি ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

দুদক বলছে, রাজধানীতে ফ্ল্যাট থাকা সত্ত্বেও আইন লঙ্ঘন করে শেখ পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়।

২০২২ সালে শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ৬ সদস্য পূর্বাচলে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট পান। রাজধানীতে প্লট বা ফ্ল্যাট থাকার পরও প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতায় এসব প্লট বরাদ্দ দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে জানুয়ারি মাসে শেখ হাসিনা-রেহানা ও তাঁদের পাঁচ সন্তানসহ ১৪ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক।

সম্প্রতি শেখ হাসিনা ও রেহানার চার সন্তানের নামে রাজধানীর গুলশান ও সেগুনবাগিচায় চারটি ফ্ল্যাট পাওয়া নিয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, রাজউক থেকে ইস্টার্ন হাউজিংকে প্লট বরাদ্দে সুবিধা দিয়ে বিনা মূল্যে নেওয়া হয় এসব ফ্ল্যাট।

তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলতে নারাজ সংস্থাটি।

এদিকে, দুদক সূত্রে জানা গেছে, রাজধানীতে টিউলিপ সিদ্দিকেরও একটি ফ্ল্যাট আছে বলে খোঁজ পাওয়া গেছে। তদন্ত দল কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীতে শেখ পরিবারের ৪ ফ্ল্যাটের সন্ধান

আপডেট সময় : ০২:৫৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

রাজধানীতে শেখ পরিবারের চারটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির দাবি, ইস্টার্ন হাউজিংকে প্লট সুবিধা দিয়ে বিনা মূল্যে এসব ফ্ল্যাটের মালিক হয়েছেন সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, আজমিনা সিদ্দিক রুপন্তি ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

দুদক বলছে, রাজধানীতে ফ্ল্যাট থাকা সত্ত্বেও আইন লঙ্ঘন করে শেখ পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়।

২০২২ সালে শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ৬ সদস্য পূর্বাচলে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট পান। রাজধানীতে প্লট বা ফ্ল্যাট থাকার পরও প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতায় এসব প্লট বরাদ্দ দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে জানুয়ারি মাসে শেখ হাসিনা-রেহানা ও তাঁদের পাঁচ সন্তানসহ ১৪ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক।

সম্প্রতি শেখ হাসিনা ও রেহানার চার সন্তানের নামে রাজধানীর গুলশান ও সেগুনবাগিচায় চারটি ফ্ল্যাট পাওয়া নিয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, রাজউক থেকে ইস্টার্ন হাউজিংকে প্লট বরাদ্দে সুবিধা দিয়ে বিনা মূল্যে নেওয়া হয় এসব ফ্ল্যাট।

তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলতে নারাজ সংস্থাটি।

এদিকে, দুদক সূত্রে জানা গেছে, রাজধানীতে টিউলিপ সিদ্দিকেরও একটি ফ্ল্যাট আছে বলে খোঁজ পাওয়া গেছে। তদন্ত দল কাজ করছে।