নেশার টাকা না পেয়ে মা-বাবাকে কুপিয়ে জখম,মাদকাসক্ত ছেলে আটক

- আপডেট সময় : ০৩:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে
মাদকের টাকার জন্য খাগড়াছড়ির মাটিরাঙায় মা-বাবাকে কুপিয়ে জখম করেছে আবুল কালাম আজাদ (৩৫) নামে এক মাদকাসক্ত ছেলে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মাটিরাঙার বেলছড়ির ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রহিম (৬৫) ও আমিনা বেগমকে (৬০) চট্টগ্রাম মেডিকেল কলেহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ মাদকাসক্ত ছেলে আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম তৌফিক জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে মাদকাসক্ত আবুল কালাম আজাদ বাড়িতে ফিরে নেশার টাকার জন্য বাবা-মাকে চাপ দেয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে সে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবা-মাকে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার পর স্থানীয় ও আত্মীয়স্বজনরা অভিযুক্ত আজাদকে আটকের পর পুলিশে সোর্পদ করে।