সংবাদ শিরোনাম ::
ঢাকার সাতটি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ৮ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য ঢাকা মহানগরী উত্তরের সাতটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে দলটির আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের প্রার্থী হবেন। বিষয়টি জামায়াতের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন― ঢাকা-১১ আসনে অ্যাড. আতিকুর রহমান, ঢাকা-১২ আসনে সাইফুল আলম খান মিলন, ঢাকা-১৩ আসনে মো. মোবারক হোসাইন ও ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান।
এছাড়া ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ঢাকা-১৬ আসনে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ও ঢাকা-১৮ আসনের জন্য অধ্যক্ষ আশরাফুল হককে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি।