খোকসায় বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৫৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার খোকসায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৬ মার্চ) বাদ বিকেলে খোকসা উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রভাষক সাইফুদ্দিন মজনুর সঞ্চালনায় ও সংগঠনের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সাবেক অতি:সচিব মো: শহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, প্রফসর ডঃ মোঃ শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার অফিসার ইনচার্জ মোঃ মাঈনুল ইসলাম, ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি রবিউল আলম বাবুল। খোকসা থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, উপজেলা জামায়াতের আমীর মো: নজরুল ইসলাম সহ আরও অনেকে।
ইফতারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, কবি-সাহিত্যিক , ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ দুই শতাধিক আমন্ত্রিত অতিথি অংশ গ্রহন করেন। ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা, রমজানের গুরুত্ব ও ইসলামের বিভিন্ন জ্ঞানভিত্তিক আলোচনা করেন।