ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান, গোলাবারুদসহ বিপুল সামগ্রী উদ্ধার

- আপডেট সময় : ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ৫ বার পড়া হয়েছে
রাঙ্গামাটির কাউখালি এলাকায় অভিযান অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর গোপন আস্তানা থেকে গোলাবারুদসহ বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।
অভিযানে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল, ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, কয়েকটি ওয়াকিটকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদ, বিপ্লবী লাল বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী।
শুক্রবার (৭ মার্চ) বিকালে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মুহাম্মদ জুনাইদ উদ্দীন শাহ চৌধুরী। এসময় রাঙামাটি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহমুদ খান উপস্থিত ছিলেন।
এ সময় আরও বলা হয়, ভোরবেলা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউখালি এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তবে, তাদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান বাধাগ্রস্থ করতে ইউপিডিএফ কিছু সংখ্যক পাহাড়ি মহিলা দ্বারা বিক্ষোভ প্রদর্শনের অপচেষ্টা করে বলেও জানান তিনি। পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সকল সশস্ত্র সন্ত্রাসিদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
অন্যদিকে, কাউখালি থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহমুদ খান।