সংবাদ শিরোনাম ::
রোজায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জ শহরের সায়েস্তানগরের ঈদগাহ সংলগ্ন অফিসের সামনে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে প্রাণীসম্পদ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। এর আওতায় একটি ডিম ৯ টাকায় এবং এক লিটার দুধ ৮০ টাকায় বিক্রি হবে।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মো. ফরিদুর রহমান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল কাদের এবং জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান।
জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল কাদের বলেন, ‘হবিগঞ্জে ডিম ও দুধের দাম অত্যধিক বেড়ে গেছে। এর ফলে প্রান্তিক জনগণ উপকৃত হবে এবং তারা সহজেই সুলভ মূল্যে এসব পণ্য কিনতে পারবেন। এ উদ্যোগে হবিগঞ্জবাসীর রমজানের খরচ কমে তাদের জীবনযাত্রা আরো সহজ ও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে।’