ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফের উত্তাল রাবি,প্রশাসন ভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মুনান হাওলাদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • আপডেট সময় : ০৮:৫১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজ বিভাগ থেকে চেয়ারম্যান নিয়োগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবন ঘেরাও করেছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টায় তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা জানান, আমাদের প্রধান সমস্যা হলো বর্তমানে যাকে আমাদের বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি আমাদের বিভাগের কেউ না৷ আমরা জানি যদি নিজ বিভাগে যোগ্য শিক্ষক থাকে তাহলে সেই বিভাগে তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হবে।

 

কিন্তু এই নীতি অমান্য করে তারা ফাইনান্স বিভাগ থেকে চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন৷ আমাদের বিভাগে অনেক যোগ্য শিক্ষক থাকলেও ফাইনান্স বিভাগ থেকে আমাদের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হলো তিনি আমাদের বিভাগ সম্পর্কে অভিজ্ঞও না৷ আগেও মার্কেটিং বিভাগ থেকে চেয়ারম্যান নিয়োগের কিছুদিন পর তিনি আমাদের একটা অগোছালো পরিস্থিতিতে ফেলে দিয়েছিল।

 

তিনি আমাদের একটা নাজেহাল পরিস্থিতিতে রেখে বিদেশ চলে গিয়েছিল। আমরা চাইনা বর্তমানেও এমন কাউকে নিয়োগের মাধ্যমে আমরা আবারও সেই পরিস্থিতির মুখোমুখি হই। আরেক শিক্ষার্থী জানান, মাঝে আমাদের বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সাজু সরদারকে নিয়োগ করা হয়।

 

পরবর্তীতে তাকে সভাপতি হিসেবে দুইদিন রাখার পর হুট করেই তার সভাপতিত্ব বাতিল করা হয় এবং ফাইন্যান্স বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলামকে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।

 

এবিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আগে যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো তাঁকে দুর্নীতির অভিযোগে দুদক তলব করেছিল।

 

সেকারণেই উপাচার্য তাঁর পরিবর্তে নতুন করে ফাইনান্স বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলামকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন।

 

একইসাথে আগে যিনি চেয়ারম্যান ছিলেন সাজু সরদার তিনি সহকারী অধ্যাপক ছিলেন । তিনি বলেন, এখন যেহেতু বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছে তাই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে৷ 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফের উত্তাল রাবি,প্রশাসন ভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৫১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

নিজ বিভাগ থেকে চেয়ারম্যান নিয়োগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবন ঘেরাও করেছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টায় তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা জানান, আমাদের প্রধান সমস্যা হলো বর্তমানে যাকে আমাদের বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি আমাদের বিভাগের কেউ না৷ আমরা জানি যদি নিজ বিভাগে যোগ্য শিক্ষক থাকে তাহলে সেই বিভাগে তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হবে।

 

কিন্তু এই নীতি অমান্য করে তারা ফাইনান্স বিভাগ থেকে চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন৷ আমাদের বিভাগে অনেক যোগ্য শিক্ষক থাকলেও ফাইনান্স বিভাগ থেকে আমাদের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হলো তিনি আমাদের বিভাগ সম্পর্কে অভিজ্ঞও না৷ আগেও মার্কেটিং বিভাগ থেকে চেয়ারম্যান নিয়োগের কিছুদিন পর তিনি আমাদের একটা অগোছালো পরিস্থিতিতে ফেলে দিয়েছিল।

 

তিনি আমাদের একটা নাজেহাল পরিস্থিতিতে রেখে বিদেশ চলে গিয়েছিল। আমরা চাইনা বর্তমানেও এমন কাউকে নিয়োগের মাধ্যমে আমরা আবারও সেই পরিস্থিতির মুখোমুখি হই। আরেক শিক্ষার্থী জানান, মাঝে আমাদের বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সাজু সরদারকে নিয়োগ করা হয়।

 

পরবর্তীতে তাকে সভাপতি হিসেবে দুইদিন রাখার পর হুট করেই তার সভাপতিত্ব বাতিল করা হয় এবং ফাইন্যান্স বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলামকে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।

 

এবিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আগে যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো তাঁকে দুর্নীতির অভিযোগে দুদক তলব করেছিল।

 

সেকারণেই উপাচার্য তাঁর পরিবর্তে নতুন করে ফাইনান্স বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলামকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন।

 

একইসাথে আগে যিনি চেয়ারম্যান ছিলেন সাজু সরদার তিনি সহকারী অধ্যাপক ছিলেন । তিনি বলেন, এখন যেহেতু বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছে তাই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে৷