ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন আজ

কুষ্টিয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১০ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৯৭৯ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া স্টেডিয়ামটি ২০২০ সালে নাম পরিবর্তন করে করা হয় শেখ কামাল স্টেডিয়াম। এরপর পুরনো স্টেডিয়াম ভেঙে ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন স্টেডিয়াম। বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার পর নির্মীয়মাণ স্টেডিয়ামটি তার নামে নামকরণের দাবি ওঠে। পরবর্তী সময়ে গত বছর নভেম্বরে স্টেডিয়ামকে নতুন নামে নামকরণ করে বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম করে সরকার।

 

উদ্বোধনের অপেক্ষায় থাকা আধুনিক মানের এই স্টেডিয়ামটি আজ বৃহস্পতিবার (৬ মার্চ) উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

 

আজ দুপুর ১২টায় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহর সঙ্গে তিনি এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন। আন্তর্জাতিক মানে নির্মিত এই স্টেডিয়ামে ক্রিকেট মাঠের পাশাপাশি ফুটবল খেলারও সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। 

 

কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া পরিষদের সদস্যসচিব তানভির হোসেন বলেন, ‘জুলাই-আগস্টে বিপ্লবের পর কিছুদিন নির্মাণকাজ বন্ধ ছিল।

 

তখনও কিছু কিছু কাজ ক্রীড়া পরিষদসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হয়েছে। ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত খুলনা বিভাগের মধ্যে এক মাঠে দুই খেলার এটিই প্রথম স্টেডিয়াম।’  শহীদ আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন বলেন, ‘ওর বয়স তো অল্প ছিল। দেশ প্রেমের জন্য ওকে প্রাণ দিতে হয়েছে।
আমি আগে জানতাম না কি নাম ছিল এই স্টেডিয়ামের। মহান রাব্বুল আলামিন আমার আবরারকে জান্নাতবাসী করুন। এই স্টেডিয়াম নামকরণের ফলে কুষ্টিয়াসহ দেশবাসীর কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে আমার আবরার।’ 
 

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, ‘আজ বৃহস্পতিবার (৬ মার্চ) স্টেডিয়ামটি উদ্বোধন করা হচ্ছে। কুষ্টিয়ার ক্রীড়ামোদীর জন্য একটি আধুনিক, আরামদায়ক স্টেডিয়াম এটি।

 

একটি ফেসবুক পোস্টের জের ধরে ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত মধ্যরাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে নিহত হন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন আজ

আপডেট সময় : ০৬:০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

১৯৭৯ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া স্টেডিয়ামটি ২০২০ সালে নাম পরিবর্তন করে করা হয় শেখ কামাল স্টেডিয়াম। এরপর পুরনো স্টেডিয়াম ভেঙে ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন স্টেডিয়াম। বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার পর নির্মীয়মাণ স্টেডিয়ামটি তার নামে নামকরণের দাবি ওঠে। পরবর্তী সময়ে গত বছর নভেম্বরে স্টেডিয়ামকে নতুন নামে নামকরণ করে বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম করে সরকার।

 

উদ্বোধনের অপেক্ষায় থাকা আধুনিক মানের এই স্টেডিয়ামটি আজ বৃহস্পতিবার (৬ মার্চ) উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

 

আজ দুপুর ১২টায় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহর সঙ্গে তিনি এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন। আন্তর্জাতিক মানে নির্মিত এই স্টেডিয়ামে ক্রিকেট মাঠের পাশাপাশি ফুটবল খেলারও সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। 

 

কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া পরিষদের সদস্যসচিব তানভির হোসেন বলেন, ‘জুলাই-আগস্টে বিপ্লবের পর কিছুদিন নির্মাণকাজ বন্ধ ছিল।

 

তখনও কিছু কিছু কাজ ক্রীড়া পরিষদসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হয়েছে। ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত খুলনা বিভাগের মধ্যে এক মাঠে দুই খেলার এটিই প্রথম স্টেডিয়াম।’  শহীদ আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন বলেন, ‘ওর বয়স তো অল্প ছিল। দেশ প্রেমের জন্য ওকে প্রাণ দিতে হয়েছে।
আমি আগে জানতাম না কি নাম ছিল এই স্টেডিয়ামের। মহান রাব্বুল আলামিন আমার আবরারকে জান্নাতবাসী করুন। এই স্টেডিয়াম নামকরণের ফলে কুষ্টিয়াসহ দেশবাসীর কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে আমার আবরার।’ 
 

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, ‘আজ বৃহস্পতিবার (৬ মার্চ) স্টেডিয়ামটি উদ্বোধন করা হচ্ছে। কুষ্টিয়ার ক্রীড়ামোদীর জন্য একটি আধুনিক, আরামদায়ক স্টেডিয়াম এটি।

 

একটি ফেসবুক পোস্টের জের ধরে ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত মধ্যরাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে নিহত হন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ।