ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

৯ মার্চ থেকে জবিতে ক্লাস হবে অনলাইনে, পরীক্ষা সশরীরে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোজার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের কষ্ট লাঘবে আগামী রোববার থেকে সব ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। 

 

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জগন্নাথে মেয়েদের মাত্র একটি হল এবং ছেলেদের হল না থাকায় শিক্ষার্থীদেরকে অনেক দূর থেকে এসে ক্লাসে অংশগ্রহণ করতে হয়। রোজা রেখে, জ্যাম ঠেলে যা তাদের জন্য খুবই কষ্টকর। তাই শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আগামী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো অনলাইনে নেয়া হবে। রুটিন অনুযায়ী ছুটি শুরু হওয়ার তারিখ পর্যন্ত এই ক্লাস চলবে। অনলাইন ক্লাস চলাকালে বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা সশরীরেই অনুষ্ঠিত হবে। এসময় পরিবহন সেবা চালু থাকবে বলেও জানান তিনি।

 

অন্যদিকে রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (৯ মার্চ) থেকে ২০ মার্চ পর্যন্ত সব ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস রুটিন অনুযায়ী অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। এছাড়া প্রত্যেক ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষার রুটিন অনুযায়ী সশরীরে সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এর আগে, রোজা শুরু হওয়ার পর গত কয়েকদিন ধরে হলবিহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রমজান মাসের ক্লাস শিডিউল পরিবর্তনের জন্য দাবি জানিয়ে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এই দাবি নিয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কয়েকদফায় বৈঠকও করে। অবশেষে আজ এ সিদ্ধান্ত জানালো বিশ্ববিদ্যালয় প্রসাশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৯ মার্চ থেকে জবিতে ক্লাস হবে অনলাইনে, পরীক্ষা সশরীরে

আপডেট সময় : ১০:১৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

রোজার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের কষ্ট লাঘবে আগামী রোববার থেকে সব ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। 

 

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জগন্নাথে মেয়েদের মাত্র একটি হল এবং ছেলেদের হল না থাকায় শিক্ষার্থীদেরকে অনেক দূর থেকে এসে ক্লাসে অংশগ্রহণ করতে হয়। রোজা রেখে, জ্যাম ঠেলে যা তাদের জন্য খুবই কষ্টকর। তাই শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আগামী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো অনলাইনে নেয়া হবে। রুটিন অনুযায়ী ছুটি শুরু হওয়ার তারিখ পর্যন্ত এই ক্লাস চলবে। অনলাইন ক্লাস চলাকালে বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা সশরীরেই অনুষ্ঠিত হবে। এসময় পরিবহন সেবা চালু থাকবে বলেও জানান তিনি।

 

অন্যদিকে রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (৯ মার্চ) থেকে ২০ মার্চ পর্যন্ত সব ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস রুটিন অনুযায়ী অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। এছাড়া প্রত্যেক ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষার রুটিন অনুযায়ী সশরীরে সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এর আগে, রোজা শুরু হওয়ার পর গত কয়েকদিন ধরে হলবিহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রমজান মাসের ক্লাস শিডিউল পরিবর্তনের জন্য দাবি জানিয়ে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এই দাবি নিয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কয়েকদফায় বৈঠকও করে। অবশেষে আজ এ সিদ্ধান্ত জানালো বিশ্ববিদ্যালয় প্রসাশন।