মাদরাসা শিক্ষকের কান কামড়ে নিল প্রেমিকার শ্বশুর

- আপডেট সময় : ০৫:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের শ্রীনগরে পুত্রবধুর প্রেমিক একটি মাদরাসার শিক্ষকের কান কামড়ে ছিড়ে নিয়েছেন প্রেমিকার শ্বশুর। এসময় অভিযুক্ত যুবকের মাথার চুল কেটে দেওয়া হয়। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের বাড়ৈখালী গ্রামে এ ঘটনা হয়।
স্থানীয়রা আহত প্রেমিক মাদরাসার শিক্ষক শরিফুল ইসলামকে (২৫) উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে।
অভিযুক্ত প্রেমিক শরিফুল ইসলাম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কাশিনাথপুর এলাকার হাজী আ. ছাত্তারের ছেলে। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলার গোলাম মহিউদ্দিন নামক একটি মাদরাসার শিক্ষক।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মাদরাসাশিক্ষক শরিফুল ইসলাম মাদরাসার এক ছাত্রীকে (৬) তাদের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর সুবাদে ছাত্রীর মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। আজ সকালে ছাত্রীর নানী ওই ছাত্রী ও তার মাকে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামের বাড়িতে নিয়ে আসেন।
এ খবর পেয়ে দুপুর ২টার দিকে প্রেমিক শরিফুল বাড়ৈখালীতে প্রেমিকার বাড়িতে আসলে স্থানীয়রা আটক করে তাকে। পরে ছাত্রীর নানী মোবাইলফোনে তাঁর মেয়ের শ্বশুরকে (ছাত্রীর দাদা) খবর দেন। ছাত্রীর দাদা বিকেল ৫টার দিকে বাড়ৈখালীতে আসেন এবং স্থানীয় সাবেক এক ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে প্রেমিক শরিফুলের মাথার চুল কেটে দিয়ে কামড়ে তার ডান কান ছিড়ে ফেলেন। পরে স্থানীয়রা আহত প্রেমিক শরিফুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে ভর্তি করে।
এ ব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহম্মেদ বলেন, ‘ভিকটিম ঢাকায় চিকিৎসাধীন। ভিকটিমের এখানে কেউ নেই। চিকিৎসা শেষে ভিকটিমের অভিযোগ পেয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’