কুমারখালীতে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ২০ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালীতে হোগলা জোতপাড়া এতিমখানা ও নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ ) বিকেলে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় হোগলা জোতপাড়া এতিমখানা ও নূরানী হাফিজিয়া মাদ্রাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অত্র মাদ্রাসার সভাপতি সিদ্দিকুর রহমান লালনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার আমীর আফতাব উদ্দিন।
শিক্ষক ও সাংবাদিক মাহমুদ শরীফের সঞ্চালনায় ও অত্র মাদ্রাসার মুহাতামিম হাফেজ লতিফুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন, কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ শাখার আমির আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সদস্য ও জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হান্নান, জোতপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শিপন আলী, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আলী বিশ্বাস, কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাগর শেখসহ কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।