মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

- আপডেট সময় : ০২:০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়ায় মো. মিনহাজ (২৫) নামে মাদকাসক্ত এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা-মা। রোববার (২ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বড়হাতিয়া হাজীরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আটক মিনহাজ ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
মিনহাজের বাবা জানান, তার ছেলে মিনহাজ দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনে আসক্ত হয়ে পড়ে। পাশাপাশি বিক্রিও করে। এ কাজে বাধা দিতে গেলে সে পরিবারের সবাইকে মারধর করে ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করেন।
তিনি আরও জানান, রোববার রাতেও একই কাণ্ড ঘটায়। তাকে ইয়াবা সেবনে বাধা দিতে গেলেই সে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে এবং তার মাকে মারধর করে। পরে মিনহাজকে ঘরে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশের একটি টিম এসে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, বাবার অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে ইয়াবাসহ আটক করা হয়েছে। মামলা হওয়ার পর সোমবার (৩ মার্চ) তাকে আদালতে পাঠানো হবে।