সংবাদ শিরোনাম ::
নাটোরে বাবার ট্রলির চাপায় প্রাণ গেল ছেলের

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ৭ বার পড়া হয়েছে
নাটোরের লালপুর উপজেলায় বাবা মিন্টু আলীর ট্রলির (ট্রাক্টর) চাপায় মুরসালিন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মিন্টু আলী ট্রলি নিয়ে বাড়ি ফিরলে গাড়ির শব্দ শুনে দৌড় দিয়ে বাড়ির বাহিরে আসে শিশু মুরসালিন। এ সময় অসাবধানতাবশত মুরসালিন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রায় দিন মিন্টু আলী গাড়ি নিয়ে আসলে গাড়ির শব্দ পেয়ে তার সন্তান বাহিরে চলে আসে। আজকেও গাড়ির শব্দ শুনে বাহিরে আসলে গাড়ির চাকার সঙ্গে চাপা পড়ে গুরুতর আহত হয় মুরসালিন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।