ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

৯১ দিনে কোরআনের হাফেজ ৬ বছরের আব্দুর রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১২ বার পড়া হয়েছে

হাফেজ আব্দুর রহমান। ছবি: সংগৃহীত

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র ৯১ দিনে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে বিস্ময়কর কৃতিত্ব অর্জন করেছে ৬ বছর বয়সী শিশু আব্দুর রহমান। রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকার পুলিশ হাউজিংয়ে অবস্থিত স্বনামধন্য ইংলিশ ভার্সন স্কুল ও মাদ্রাসা ‘আল ইন্তিফাদা ইনস্টিটিউট’-এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সে। বর্তমানে হিফজ শেষ করে রিভিশন বিভাগে অধ্যয়নরত রয়েছে।

কুমিল্লার চান্দিনা উপজেলার জৌনপুরি গ্রামের সন্তান আব্দুর রহমান প্রবাসী ফরাদ হোসেন ও তাহমিনা দম্পতির সন্তান।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে আব্দুর রহমান ‘আল ইন্তিফাদা ইনস্টিটিউটে’ ভর্তি হয় এবং ২০২৪ সালের ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পড়াশোনা শুরু করে। প্রথমে দেখে দেখে কোরআন পড়া শুরু করলেও মাত্র ৯১ দিনের মধ্যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে সক্ষম হয়। ইংরেজিতেও তার বিশেষ দক্ষতা রয়েছে, যা শিক্ষক ও সবার জন্য মুগ্ধতার বিষয়।

 

শিক্ষকদের নিবিড় পরিচর্যায় কোরআনের এই হাফেজ এখন অন্যদের জন্য এক অনুপ্রেরণা। ভবিষ্যতে ইসলামিক স্কলার হয়ে বিশ্বব্যাপী ইসলামের খেদমত করতে চায় আব্দুর রহমান।

 

এ বিষয়ে আব্দুর রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, ওস্তাদদের সহযোগিতায় ৯১ দিনে হিফজ সম্পন্ন করেছি। আমি বড় হয়ে একজন ইসলামিক স্কলার হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

 

তার এই অসাধারণ অর্জন সম্পর্কে আল ইন্তিফাদা ইনস্টিটিউটের প্রিন্সিপাল হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম বলেন, “কোনো কাজে নিরন্তর প্রচেষ্টা মানুষকে সফলতা এনে দেয়। আব্দুর রহমান নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে মাত্র ৯১ দিনে হিফজ সম্পন্ন করেছে। সে দুই ঈদের ছুটি ও মাদরাসার নির্ধারিত ছুটি ছাড়া কোনো দিন অনুপস্থিত ছিল না। তার কঠোর পরিশ্রম, উস্তাদদের দোয়া এবং আল্লাহর বিশেষ রহমতেই এই সফলতা এসেছে।’

 

হাফেজ আব্দুর রহমানের এই অর্জন তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমগ্র দেশের মুসলিম উম্মাহর জন্য এক অনন্য গৌরবের বিষয়। তার বাবা-মা আশাবাদী যে, একদিন তাদের সন্তান বড় আলেম হয়ে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৯১ দিনে কোরআনের হাফেজ ৬ বছরের আব্দুর রহমান

আপডেট সময় : ১০:০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

মাত্র ৯১ দিনে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে বিস্ময়কর কৃতিত্ব অর্জন করেছে ৬ বছর বয়সী শিশু আব্দুর রহমান। রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকার পুলিশ হাউজিংয়ে অবস্থিত স্বনামধন্য ইংলিশ ভার্সন স্কুল ও মাদ্রাসা ‘আল ইন্তিফাদা ইনস্টিটিউট’-এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সে। বর্তমানে হিফজ শেষ করে রিভিশন বিভাগে অধ্যয়নরত রয়েছে।

কুমিল্লার চান্দিনা উপজেলার জৌনপুরি গ্রামের সন্তান আব্দুর রহমান প্রবাসী ফরাদ হোসেন ও তাহমিনা দম্পতির সন্তান।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে আব্দুর রহমান ‘আল ইন্তিফাদা ইনস্টিটিউটে’ ভর্তি হয় এবং ২০২৪ সালের ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পড়াশোনা শুরু করে। প্রথমে দেখে দেখে কোরআন পড়া শুরু করলেও মাত্র ৯১ দিনের মধ্যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে সক্ষম হয়। ইংরেজিতেও তার বিশেষ দক্ষতা রয়েছে, যা শিক্ষক ও সবার জন্য মুগ্ধতার বিষয়।

 

শিক্ষকদের নিবিড় পরিচর্যায় কোরআনের এই হাফেজ এখন অন্যদের জন্য এক অনুপ্রেরণা। ভবিষ্যতে ইসলামিক স্কলার হয়ে বিশ্বব্যাপী ইসলামের খেদমত করতে চায় আব্দুর রহমান।

 

এ বিষয়ে আব্দুর রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, ওস্তাদদের সহযোগিতায় ৯১ দিনে হিফজ সম্পন্ন করেছি। আমি বড় হয়ে একজন ইসলামিক স্কলার হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

 

তার এই অসাধারণ অর্জন সম্পর্কে আল ইন্তিফাদা ইনস্টিটিউটের প্রিন্সিপাল হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম বলেন, “কোনো কাজে নিরন্তর প্রচেষ্টা মানুষকে সফলতা এনে দেয়। আব্দুর রহমান নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে মাত্র ৯১ দিনে হিফজ সম্পন্ন করেছে। সে দুই ঈদের ছুটি ও মাদরাসার নির্ধারিত ছুটি ছাড়া কোনো দিন অনুপস্থিত ছিল না। তার কঠোর পরিশ্রম, উস্তাদদের দোয়া এবং আল্লাহর বিশেষ রহমতেই এই সফলতা এসেছে।’

 

হাফেজ আব্দুর রহমানের এই অর্জন তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমগ্র দেশের মুসলিম উম্মাহর জন্য এক অনন্য গৌরবের বিষয়। তার বাবা-মা আশাবাদী যে, একদিন তাদের সন্তান বড় আলেম হয়ে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করবে।