ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সারা দেশে ৫ হাজার ৪৯৩ চিকিৎসক নিয়োগ দেবে সরকার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি: পিআইডি

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) উপদেষ্টা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

সভা শেষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

 

তিনি বলেন, “সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩,৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান। এর সঙ্গে অতিরিক্ত আরও ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য হলো গ্রামাঞ্চলের মানুষের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।”

 

এছাড়া তিনি জানান, উপদেষ্টা পরিষদের নেয়া ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, যা ৬৮.১৬ শতাংশ বাস্তবায়নের হার নির্দেশ করে। তিনি এটিকে “ভালো অগ্রগতি” বলে উল্লেখ করেন।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সৌদি আরবের শীর্ষস্থানীয় কোম্পানি “আড়াঙ্কো” বাংলাদেশকে বাজার মূল্যের চেয়ে কম দামে এলএনজি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

 

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ও সহকারী প্রেস সচিব শুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সারা দেশে ৫ হাজার ৪৯৩ চিকিৎসক নিয়োগ দেবে সরকার

আপডেট সময় : ০৩:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) উপদেষ্টা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

সভা শেষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

 

তিনি বলেন, “সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩,৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান। এর সঙ্গে অতিরিক্ত আরও ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য হলো গ্রামাঞ্চলের মানুষের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।”

 

এছাড়া তিনি জানান, উপদেষ্টা পরিষদের নেয়া ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, যা ৬৮.১৬ শতাংশ বাস্তবায়নের হার নির্দেশ করে। তিনি এটিকে “ভালো অগ্রগতি” বলে উল্লেখ করেন।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সৌদি আরবের শীর্ষস্থানীয় কোম্পানি “আড়াঙ্কো” বাংলাদেশকে বাজার মূল্যের চেয়ে কম দামে এলএনজি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

 

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ও সহকারী প্রেস সচিব শুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।