টিসিবির বস্তায় লেখা ‘ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

- আপডেট সময় : ০১:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্যের বস্তার গায়ে বিগত স্বৈর-আওয়ামী সরকারের স্লোগান পাওয়া গেছে। গত দুইদিন ধরে এমন দৃশ্যের দেখা মিলছে ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায়। ওই এলাকায় গিয়ে দেখা যায়, টিসিবির চালের বস্তায় লেখা রয়েছে- ‘ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।
জানা যায়, ঠাকুরগাঁও জেলায় টিসিবির পণ্য সরবরাহকারী ডিলার পয়েন্ট রয়েছে প্রায় ৬০টি। এসব পয়েন্টের ডিলারদের সঙ্গে কথা বলে জানা যায়- অন্যান্য জেলাগুলোতে টিসিবির বস্তা পরিবর্তন করা হলেও ঠাকুরগাঁওয়ে এর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
রাজিব, সাইফুল ইসলাম ও বাবু নামের টিসিবির ডিলাররা বলেন, আমাদের যেসব বস্তা সরবরাহ করা হয়েছে আমরা তাই ব্যবহার করে আসছি। কোনো কোনো জায়গায় বস্তা পরিবর্তন এবং বস্তার গায়ের স্লোগান লেখাটি কালো কালি দিয়ে মেশানো থাকলেও আমাদের বেশিরভাগ বস্তাতেই এখনও এসব পরিবর্তন করা হয়নি এবং জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস থেকেও আমাদের কোনো নির্দেশনা দেয়া হয়নি।
এ ব্যাপারে জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসক আওয়ামী সরকারের পতন হয়েছে। তবে সেই সরকারের প্রতিনিধি ও প্রেতাত্মারা এখনও কিছু কিছু জায়গায় বহাল তবিয়তে রয়েছে এবং খুব সুকৌশলেই তাদের কাজ করে যাচ্ছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মাহমুদুল হাসান বলেন, আমি এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলবো না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিষেধ রয়েছে কথা বলতে।