ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ৫ বার পড়া হয়েছে

দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক, ছবি: সংগৃহীত

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মোহাম্মদপুরের ৪৩ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদী হাউজিং লিমিটেড ২ নম্বর রোডে তারাবির নামাজ শেষে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনগণ। রোববার (২ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, আটককৃত ছিনতাইকারীদের সাধারণ জনগণ ধরে ফেলে এবং পরে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে যে, গেলো ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে ডিএমপির বিভিন্ন থানায় মোট ৬৬টি মামলা রুজু করা হয়েছে।

ডিএমপি’র এই অভিযানে বিভিন্ন অপরাধী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

আপডেট সময় : ১১:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের ৪৩ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদী হাউজিং লিমিটেড ২ নম্বর রোডে তারাবির নামাজ শেষে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনগণ। রোববার (২ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, আটককৃত ছিনতাইকারীদের সাধারণ জনগণ ধরে ফেলে এবং পরে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে যে, গেলো ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে ডিএমপির বিভিন্ন থানায় মোট ৬৬টি মামলা রুজু করা হয়েছে।

ডিএমপি’র এই অভিযানে বিভিন্ন অপরাধী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।