স্ত্রী হত্যা মামলায় ১৮ বছর পর স্বামী গ্রেপ্তার

- আপডেট সময় : ১০:০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১০ বার পড়া হয়েছে
নীলফামারীতে স্ত্রী হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি আবুল কাশেমকে ১৮ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর জেলা থেকে র্যাবের সহায়তায় গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে নীলফামারী থানা-পুলিশের একটি দল।
আবুল কাশেম জেলা শহরের বারইপাড়া এলাকার মৃত আলীজানের ছেলে।
পুলিশ জানায়, ২০০৭ সালে কাশেম তাঁর দ্বিতীয় স্ত্রী বেগম খাতুনকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখেন। এ ঘটনায় নিহতের ভাই ইয়াসিন আলী বাদী হয়ে একটি মামলা করেন সদর থানায়। ওই মামলায় আদালত আবুল কাশেমের মৃত্যুদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, পুলিশ সুপারের নির্দেশনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় কাশেমের অবস্থান শনাক্ত করা হয়। নিশ্চিত হয়েই গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে হাজির করা হবে।