বছর ঘুরে আবার ফিরে এল আত্মশুদ্ধি, সংযম ও রহমতের অপার সুযোগ পবিত্র মাহে রমজান। মুমিন বা মুত্তাকি হওয়ার প্রধান মাধ্যম হলো রোজা। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবহা সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানহার ও ইন্দিয় তৃপ্তি থেকে থেকে বিরত থাকেন মুসল্লিরা।
রোজা পালনকারীদের জন্য সঠিক সময়ে সাহরি ও ইফতার করা খুবই গুরুত্বপূর্ণ।